ওহুদের যুদ্ধে মুসলিমরা জয়ী না পরাজিত হয়েছিলেন? | ওহুদের যুদ্ধ-৫, সাধারণভাবে বলা যায়, ওহুদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছিলেন। প্রাণহানির বিষয়টি বিবেচনায় নিলে তাঁদের পরাজয় স্পষ্ট। কুরাইশ পক্ষে নিহতের সংখ্যা ছিল ২২, আর মুসলিমদের মধ্যে শহিদ হয়েছিলেন আনুমানিক ৭০ জন। তবু অন্য আরও কিছু বিবেচনা থেকে জয়-পরাজয়ের ব্যাপারটা পর্যালোচনা করা যাক:
ওহুদের যুদ্ধে মুসলিমরা জয়ী না পরাজিত হয়েছিলেন? | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

১) মুসলিমদের লক্ষ্য ছিল মদিনা সুরক্ষিত রাখা। তারা কি এতে সফল হয়েছিলেন? উত্তর হচ্ছে, হ্যাঁ। অন্যদিকে কুরাইশদের লক্ষ্য ছিল মুসলিমদের সমূলে নিশ্চিহ্ন করা; কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। কুরাইশরা অতর্কিতে আক্রমণ করে মুসলিমদের পর্যুদস্ত করতে চেয়েছিল, তারা তাও করতে পারেনি। বর্ণিত আছে, আবু সুফিয়ান সন্দেহ করেছিল যে তাদের খবরাদি সংগ্রহ করে মুসলিমদের কাছে দেওয়ার জন্য গুপ্তচর থাকতে পারে। মুসলিমদের পক্ষে আসলেই একজন গুপ্তচর (আব্বাস) ছিল। সুতরাং যুদ্ধের উদ্দেশ্য বিবেচনা করলে জয় হয়েছে মুসলিমদেরই।
২) আরেকটি বিবেচনা হলো, যুদ্ধের ময়দানে কারা থেকে গিয়েছিল আর কারা সেখান থেকে চলে গিয়েছিল? আমরা জানি, মুসলিমরা যুদ্ধের ময়দানে রয়ে গিয়েছিলেন আর কুরাইশরা ফিরে চলে গিয়েছিল।
৩) যুদ্ধবন্দি: মুসলিমদের হাতে একজন বন্দি হয়েছিল, কিন্তু কুরাইশরা কাউকে বন্দি করতে পারেনি; এই ক্ষেত্রেও মুসলিমরাই এগিয়ে । ৪) মুশরিকরা মুসলিমদের অনুসরণ করেনি; বরং যুদ্ধের পরের দিন মুসলিমরাই তাদের অনুসরণ করেছিল। সুতরাং বলা যায়, যুদ্ধের পরের পরিস্থিতির ওপর মুসলিমদের নিয়ন্ত্রণই ছিল বেশি।

৫) মুসলিমরা তিন দিন ধরে হামরা আল-আসাদে অবস্থান করেছিলেন, কিন্তু কুরাইশরা মক্কায় ফিরে গিয়েছিল।
৬) কুরাইশদের জন্য অন্যতম ইস্যু ছিল বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদে সিরিয়ায় যাবার পথ থেকে কাঁটা দূর করা। কিন্তু তারা তা করতে পারেনি। ওহুদের যুদ্ধের পরেও বিষয়টি অমীমাংসিতই থেকে গিয়েছিল।
৭) ইবনুল কাইয়িম ব্যাখ্যা করেছেন: ইকরিমা যে বলেছিল, “আমরা মুহম্মদকেও হত্যা করতে পারিনি, আবার আমাদের নারীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার মতোও তেমন কিছু অর্জন করিনি’, এ থেকেই বোঝা যায় কুরাইশরা নিজেরাই নিজেদেরকে ওহুদের যুদ্ধে বিজয়ী মনে করেনি। ওহুদের যুদ্ধে মুসলিমরা স্পষ্ট বিজয় অর্জন করতে পারেননি বটে, তবে তাকে পরাজয়ও বলা যাবে না। তাঁরা যে বিজয় আশা করেছিল তা অর্জন করতে পারেননি এটা ঠিক। কিন্তু কুরাইশরাও যা চেয়েছিল তা অর্জন করতে পারেনি।

আরও পড়ুনঃ
বিলাপ করা নিষিদ্ধ | ওহুদের যুদ্ধ-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন
