মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতবরণ | ওহুদের যুদ্ধ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতবরণ | ওহুদের যুদ্ধ-৩, মুসআব ইবনে উমায়ের (রা) অন্যদের মতো সম্পদ সংগ্রহে যোগ দেননি। তিনি ছিলেন মুসলিম দলের পতাকাবাহক। ফলে স্বাভাবিকভাবেই খালিদ ইবনে ওয়ালিদের বাহিনী তার উপর বিশেষ লক্ষ রাখছিল। যদিও সিরাহের বিভিন্ন বইয়ে এ বিষয়ে তেমন উল্লেখ নেই, তবু অবস্থাদৃষ্টে মনে হয়, মুসআব সম্ভবত খালিদের বাহিনীর হাতেই প্রাণ হারান। তাঁকে অত্যন্ত বীভৎসভাবে হত্যা করা হয় ।

মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতবরণ | ওহুদের যুদ্ধ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতবরণ | ওহুদের যুদ্ধ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

যুদ্ধে তিনি যখন পতাকা ধরে ছিলেন, তখন একজন মুশরিক এসে আঘাত করে তাঁর ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তখন মুসআব বামহাত দিয়ে পতাকাটি তুলে ধরে রাখেন। এবার সেই মুশরিক তাঁর বাম হাতটিও কেটে  ফেলে। তারপরও তিনি প্রাণপণে পতাকাটি তুলে ধরে রাখেন বাহুর সাহায্যে। সে অবস্থায় তাকে উপর্যুপরি চুরিকাঘাত করলে তিনি অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন।

বিশিষ্ট সাহাবি খাব্বাব ইবনে আল-আরাত (রা) মুসআবের বিষয়ে একটি দীর্ঘ হাদিসের বর্ণনা করেছেন, যা সহিহ বুখারিতে লিপিবদ্ধ আছে: “আমরা সবাই নবিজির (সা) সঙ্গে হিজরত করেছি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। আল্লাহর কাছেই সেই প্রতিদান গচ্ছিত রয়েছে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ এই পৃথিবীতে কোনো প্রতিদান না নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁদের জন্য রাখা প্রতিদানের পুরোটাই রয়েছে আখেরাতের জন্য।

 

bn.islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এরকম একজন হলেন মুসআব ইবনে-উমায়ের। ওহুদের যুদ্ধে যখন তাঁকে হত্যা করা হয়, তখন তাঁর পরনে এক টুকরো কাপড় ছাড়া আর কিছুই ছিল না। আমরা তাঁর দেহটি তাঁর কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করছিলাম, দেহের উপরের অর্ধেক ঢাকতে চাইলে নিচের অংশ না হয়ে যাচ্ছিল, আবার যদি নিচের অংশ ঢাকতে গেলে উপরের অংশ নগ্ন হয়ে যাচ্ছিল। এ অবস্থায় নবিজি (সা) তাঁর উপরের অংশটুকু ঢেকে দিতে বললে আমরা তা-ই করেছিলাম। পরে আমরা তাঁর দেহের নিচের অংশটি লেমনগ্রাস (“ইদথির”) দিয়ে ঢেকে দিয়েছিলাম।”

 

মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতবরণ | ওহুদের যুদ্ধ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

এই হলেন মুসআব ইবনে-উমায়ের (রা)। আল্লাহ আজ্জা ওয়াজাল মক্কায় তাঁর ইমানের পরীক্ষা নিয়েছেন আর মদিনায় সম্মানজনক ও বরকতময় শহিদের মৃত্যু নিয়েছেন।

আরও পড়ুনঃ

Leave a Comment