বদরের যুদ্ধের প্রভাব | বদরের যুদ্ধ-৭ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

বদরের যুদ্ধের প্রভাব | বদরের যুদ্ধ-৭, মুসলিমদের সামনে দুই ধরনের সমস্যা বা হুমকি ছিল। ভেতর থেকে উদ্ভূত সমস্যা হলো, মদিনা তখনও ঐক্যবদ্ধ হয়নি। হিজরতের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছিল তাতে একদল লোক খুশি হতে পারেনি। তাদের মধ্যে ছিল মদিনার ইহুদি ও মুশরিকরা। অন্যদিকে বাইরের দিক থেকে আসা সমস্যা হলো মক্কার কুরাইশরা। তবে আমরা দেখতে পাব, আস্তে আস্তে এক সময় পুরো আরব অঞ্চলই সংঘাতে জড়িয়ে পড়বে, এই প্রথমবারের মতো পুরো উপদ্বীপটি দুটি আলাদা শিবিরে বিভক্ত হয়ে পড়বে।

এই মেরুকরণের মধ্য দিয়েই শেষ পর্যন্ত মহানবি মুহাম্মদের (সা) অধীনে আরবরা আবার একত্রিত হবে। এবং এটি ঘটবে মূলত সামরিক অভিযানের মাধ্যমে। সিরাহর মদিনার পর্বের ইতিহাস মূলত সামরিক অভিযানের ইতিহাস । বর্ণনাকারীরা কেবল সেসব বিষয়ই বিশদভাবে বর্ণনা করেছে যা তাঁদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে কারণেই সম্ভবত মদিনার পর্বের ৮০ শতাংশ কেবল একের পর এক যুদ্ধের বর্ণনা । 

 

বদরের যুদ্ধের প্রভাব | বদরের যুদ্ধ-৭ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

বদরের যুদ্ধের প্রভাব | বদরের যুদ্ধ-৭ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

ক.বদরের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের বৈধ রাজনৈতিক উপস্থিতি ক. বদরের সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়। আরও প্রতিষ্ঠিত হয় তাদের স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র। এরপর থেকে কুরাইশদের এই নতুন বাস্তবতা মেনে নিয়েই মুসলিমদেরকে মোকাবেলা করতে হবে।

খ. বদরের যুদ্ধের ফলাফল ছিল কুরাইশদের জন্য এক চরম হতাশাজনক ব্যাপার, সবচেয়ে বড় ধাক্কা । আহজাব ও অন্যান্য যুদ্ধের সময় কুরাইশদের জানা ছিল যে মুসলিমরা তাদের জন্য এক বড় ধরনের হুমকি। কিন্তু বদরের যুদ্ধের সময় তারা ভেবেছিল যে, তারা খুব সহজেই মুসলিমদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। মুসলিমদের বিজয়ের সম্ভাবনা কথা তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। অধিকন্তু, ওই যুদ্ধে কুরাইশদের অভিজাত শ্রেণির ও নেতৃস্থানীয় অনেকে মারা যায় ।

 

bn.islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

গ. বদরের যুদ্ধের পরই মদিনায় প্রথমবারের মতো ভেতর থেকে বৈরিতা ও বিশ্বাসঘাতকতা লক্ষণ প্রকাশ পায়। এই বিশ্বাসঘাতকতা দুই দিক থেকে আসে: (১) মুনাফেকদের পক্ষ থেকে, (২) ইহুদিদের পক্ষ থেকে। তার আগ পর্যন্ত সেরকম বৈরিতার অস্তিত্ব ছিল না ।

সুরা আনফালের তাফসির {এই সুরাটি বদরের ভূমিতেই নাজিল হয়েছিল। আলোচনার এই পর্যায়ে ড. ইয়াসির কাদি পুরো সুরা আনফালের তাফসির করেছেন। বদরের যুদ্ধের ওপর আগের কয়েকটি পর্বে সুরাটির বেশ কয়েকটি আয়াত উল্লেখ করে ব্যাখ্যা করা হয়েছে। বইয়ের কলেবরের বিষয়টি বিবেচনায় নিয়ে তাফসিরের অংশটুকু বাদ দেওয়া হলো । }

 

বদরের যুদ্ধের প্রভাব | বদরের যুদ্ধ-৭ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment