আকাশ সামা ও বেহেশতের জান্নাত মধ্যে পার্থক্য | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আকাশ সামা ও বেহেশতের জান্নাত মধ্যে পার্থক্য | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১, মিরাজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার আগে সাতটি আকাশ নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। এখানে আকাশ কথাটা যে অর্থে ব্যবহৃত হয়েছে তার মূল আরবি শব্দটি হলো ‘সামা’ (বহুবচন সামাওয়াত)। আর বেহেশত কথাটার মূল আরবি শব্দটি হলো ‘জান্নাহ’ (বহুবচন জান্নাত)। অনেকেই জান্নাহকে সামার সঙ্গে গুলিয়ে ফেলেন।

 

আকাশ সামা ও বেহেশতের জান্নাত মধ্যে পার্থক্য | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আকাশ সামা ও বেহেশতের জান্নাত মধ্যে পার্থক্য | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আসলে এগুলো দুটো পৃথক শব্দ এবং দুটি পৃথক আল্লাহ তায়ালা কোরানে উল্লেখ করেছেন, বিষয়। “তিনি (আল্লাহ) স্তরে স্তরে সাজিয়ে সাতটি সামাওয়াত (আকাশ) সৃষ্টি করেছেন।” [সুরা মুল্ক, ৫৭:৩) এই সামাওয়াত হলো আমাদের ওপরে অবস্থিত বাস্তবের আকাশ। আমার (ইয়াসির কাদি) মতে, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি অর্থাৎ কোটি কোটি তারকা ও গ্যালাক্সি, এ সবই রয়েছে আকাশের প্রথম ও সর্বনিম্ন স্তরের মধ্যে। কীভাবে আমরা এটা জানতে পারি? প্রথমত, আল্লাহ তায়ালা কোরানে বলেছেন, “আমি “সামা আল-দুনিয়াকে ‘ (নিম্নতম আকাশকে) প্রদীপমালায় সুশোভিত করেছি।”

 

bn.islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

[সুরা মুগ্ধ, ৫৭:৫] দ্বিতীয়ত, সহিহ বুখারি অনুসারে, নবিজি (সা) বলেছেন, “জিব্রাইল (আ) আমাকে ‘সামা আদ-দুনিয়া” শেষ না করা পর্যন্ত নিয়ে চললেন, তারপর তিনি প্রবেশদ্বার খোলার অনুমতি চাইলেন।” সুতরাং এ দুটো সমন্বয় করলেই আমরা উত্তর পেয়ে যাব। সামা আদ-দুনিয়া পেরিয়ে (অর্থাৎ আকাশের) দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় তব, এভাবে সর্বোচ্চ স্তর পর্যন্ত সামা বিদ্যমান। এখন আলোচনা করা যাক, জান্নাত কী? জান্নাত (পুণ্যলোক, স্বর্গ, বেহেশত ) এমন স্থান যা মুমিনদের পুরস্কার হিসেবে প্রতিশ্রুত জান্নাত কোথায়? এর দুটো ব্যাখ্যা আছে।

 

আকাশ সামা ও বেহেশতের জান্নাত মধ্যে পার্থক্য | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

একটি ব্যাখ্যা হলো, জান্নাত লক্ষ লক্ষ স্তর নিয়ে গঠিত এবং তা সপ্তম আকাশে অবস্থিত। আরেকটি ব্যাখ্যা হলো, জান্নাত ষষ্ঠ স্তর থেকে শুরু হয়ে সপ্তম স্তর পর্যন্তধি বিস্তৃত। উভয় মতের পক্ষেই কিছু যুক্তি রয়েছে। এটি ‘ইলমুল গায়েব’ (অদৃশ্যলোকের জ্ঞান)। তবে এ কথা বলা যায়, জান্নাত সামাওয়াতের শীর্ষে অবস্থিত রয়েছে।

আরও পড়ূনঃ

Leave a Comment