মদিনায় হিজরত: উমর ইবনুল খাত্তাব রা | মদিনায়-হিজরত | মহানবী-হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন, নবি করিম (সা) ছিলেন মদিনায়-হিজরতকারী প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষদের মধ্যে সর্বশেষ ব্যক্তি। নবিজির (সা) পরে শুধু কিছু নারী (যেমন, আবু বকরের (রা) পরিবার) ও অপ্রাপ্তবয়স্ক কিশোরদের (যেমন, আলি) হিজরত করা বাকি ছিল ।
মদিনায় হিজরত: উমর ইবনুল খাত্তাব রা | মদিনায়-হিজরত | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মদিনায় ‘হিজরত: উমর ইবনুল খাত্তাব (রা)
নবিজির (সা) হিজরতের ঘটনা বর্ণনা করার আগে আমরা হজরত উমরের (রা) হিজরত নিয়ে আলোচনা করব। আলি ইবনে আবি তালিব (রা) বর্ণনা করেছেন, “উমর (রা) ছাড়া আর কেউ এতটা প্রকাশ্যে হিজরত করেছেন বলে আমার জানা নেই। তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্য দিবালোকে হিজরত করেছেন।”

হিজরতের জন্য উমর (রা) তাঁর ব্যাগ গুছিয়ে নিয়ে তির-বল্লম ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হলেন, সফরের পোশাক পরলেন, কাবার চত্বরে গিয়ে সাতবার তাওয়াফ করলেন। তারপর ঘোষণা করলেন, “হে মক্কার লোকেরা! জেনে রাখো, আমি হিজরত করছি। যদি কারও ইচ্ছা থাকে যে তার মা ছেলেকে হারাবে, কিংবা আজ রাতে তার সন্তানরা এতিম হয়ে যাবে কিংবা তার স্ত্রী বিধবা হয়ে যাবে, তাহলে সে আমার সঙ্গে মক্কার বাইরে অমুক উপত্যকায় দেখা করতে পারে।”

বলাই বাহুল্য, উমরের (রা) সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি। এই ঘটনা থেকে আমরা উমরের (রা) সাহসিকতার পাশাপাশি ইসলামের প্রতি তাঁর একনিষ্ঠতার প্রমাণ পাই।
