আয়েশা বিনতে আবি বকর (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আয়েশা বিনতে আবি বকর (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন, খাদিজার (রা) ইন্তেকালের পরে নবি করিম (সা) বিষাদগ্রস্ত হয়ে পড়েন, বেশ কয়েক মাস ধরে তাঁর মুখে কোনো হাসি ছিল না। একপর্যায়ে খাওলা বিনতে হাকিম (১) তাকে আবার বিয়ে করার পরামর্শ দেন। খাওলা বলেন, “আপনি যদি একজন বয়স্ক মহিলাকে চান তবে সাওদা, আর যদি অল্পবয়সী কোনো মহিলাকে চান তবে আয়েশা। ”

 

আয়েশা বিনতে আবি বকর (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবিজি (সা) ওই দুজনকেই এক মাসের ব্যবধানে বিয়ে করেন। কিন্তু আয়েশার ক্ষেত্রে বিবাহোত্তর শারীরিক সম্পর্ক স্থাপন করতে আরও সাড়ে তিন বছর সময় নেন। সেই সময় শুধুমাত্র নিকাহ সম্পন্ন হয়েছিল।

আয়েশা বিনতে আবি বকর (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

bn.islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আয়েশা বিনতে ‘আবি বকর (রা) সম্পর্কে আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় । এ জন্য একাধিক পর্ব প্রয়োজন। সহিহ বুখারির একটি হাদিস অনুসারে, নবিজি (সা) স্বপ্নে দেখেছিলেন, একজন ফেরেশতা কাপড়ে মোড়ানো এক নারীকে এনে বললেন, “ইনি হবেন আপনার স্ত্রী।” নবিজি (সা) হিজাব উন্মোচন করে যাকে দেখলেন তিনি আয়েশা।

তিনি বললেন, “যদি স্বপ্নটি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছ থেকে হয়ে থাকে, তবে তা বাস্তবায়িত হবে।” সত্যিই তা বাস্তবায়িত হয়েছিল। তাঁদের নিকাহটি অনুষ্ঠিত হয়েছিল মক্কায় থাকাকালীন সময়ে। তবে হিজরতের ২য় বছর থেকে তাঁরা মদিনায় স্বামী-স্ত্রী হিসেবে একত্রে থাকা শুরু করেন।

 

আয়েশা বিনতে আবি বকর (রা) | মহানবি মুহাম্মদের (সা) বিয়ে | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment