আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসা | প্রধান চার সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন? | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসা | প্রধান চার সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন?, প্রধান চার-সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন?

আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসা | প্রধান চার সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন? | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসা | প্রধান চার সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন? | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

চার প্রধান সাহাবির মধ্যে:

(১) উমর ইবনুল খাত্তাব (রা) তখনও মুসলিম হননি; 

(২) উসমান ইবনে আফফান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন;

(৩) আলি ইবনে আবি তালিবের বয়স তখন খুব কম ছিল, 

(৪) আবু বকর (রা) প্রথমে উসমানের (রা) সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব।

 

bn.islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যেমনটি আগের পর্বে বলেছি, ‘স্যাটানিক ভার্সেস’-এর ঘটনার পর আবিসিনিয়ার মুসলিমরা সবাই মক্কায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। ফিরে আসার পথে তাঁরা একটি কাফেলা দেখে অধীর আগ্রহে জিজ্ঞেস করেন, “তারা (মক্কার পৌত্তলিকরা) কি ইসলাম গ্রহণ করেছে?” কাফেলার লোকেরা বলল, “না, তোমরা মিথ্যা শুনেছ। তারা যেমন ছিল তেমনই আছে।” এ কথা শুনে তাঁরা এতটাই মর্মাহত হলো যে তাঁদের মধ্যে কেউ কেউ বলল, “চলো, আমরা আবার আবিসিনিয়ায় ফিরে যাই।” ততক্ষণে তাঁরা মক্কার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন।

 

আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসা | প্রধান চার সাহাবি কি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন? | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

তাই সেখান থেকে তারা ফিরে যাবে কি না তা নিয়ে বিতর্ক করতে করতে একজন পরামর্শ দিলেন, “আমরা যখন মক্কার এত কাছেই চলে এসেছি, সুতরাং চলো ভেতরে যাই।” মক্কা ত্যাগ করার সময় তাঁরা তাঁদের ‘পাসপোর্ট বাতিল করে নিজেদের গোত্র থেকে পরিত্যক্ত হয়ে চলে গিয়েছিলেন। সুতরাং এখন মক্কায় ফিরে এসে তাঁদের নতুন করে সুরক্ষার সন্ধান করতে হবে।

আরো পড়ুনঃ

Leave a Comment